Site icon Jamuna Television

শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা, জার্মানি

আবুধাবিতে অনুশীলনে ব্যস্ত আর্জেন্টিনা ফুটবল দল।

ঘনিয়ে আসছে কাতার বিশ্বকাপের মাহেন্দ্রক্ষণ। শেষ সময়ের প্রস্তুতিতে দলগুলো নিজেদের ঝালিয়ে নিচ্ছে। তারই অংশ হিসেবে আজ বুধবার (১৬ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

আবুধাবিতে বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচটি। আর মাসকাটে রাত ১১টায় ওমানের প্রতিদ্বন্দ্বিতা করবে জার্মানি।

বিশ্বকাপে এবার সি গ্রুপে লড়বে লিওনেল মেসির আর্জেন্টিনা। আর আলবিসেলেস্তেদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। ৩৬ বছর পর আবারও বিশ্বসেরার ট্রফিটি তুলে ধরতে আশায় বুক বাঁধছেন দেশটির ফুটবল সমর্থকরা। যে লড়াইয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সঙ্গে মার্টিনেজ-ডি মারিয়াদের নিয়ে আত্মপ্রত্যয়ী এক দল। মেক্সিকো-পোল্যান্ড কিছুটা চ্যালেঞ্জ জানালেও গ্রুপ সেরা হয়েই দ্বিতীয় পর্বে পা রাখার লক্ষ্য আর্জেন্টিনার।

আর গ্রুপ ই-তে ঐতিহ্যের বিচারে ফেভারিট দল জার্মানি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে। সবশেষ ইউরোটাও ভালো কাটেনি। কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বের ১০ ম্যাচের ৯টি জিতে শীর্ষ দল হিসেবে কাতার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। জার্মানদের মূলশক্তি মাঝমাঠের ফুটবলার। কিমিখি, গন্ডোয়ান, জামাল মুসিয়ালা, লিরয় সানে, মার্কো রয়েসের মতো ফুটবলার আছে দলে। আর আক্রমণে কাই হ্যাভেটস, গ্যানাব্রিরাও ঝড় তুলতে পারে প্রতিপক্ষের রক্ষণে।

/এমএন

Exit mobile version