Site icon Jamuna Television

চট্টগ্রামে পেপার কারখানার আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের অক্সিজেন মোড় এলাকার একটি পেপার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

চট্টগ্রামে বায়েজিদের অক্সিজেন মোড় এলাকার একটি পেপার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ৬টি টিম ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৬ নভেম্বর) ভোর ৪টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে স্থানীয় ৩টি ইউনিটের ৬টি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে দায়িত্বরত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ঘটনার ১০ মিনিট পর তারা খবর পান। কোনো হতাহতের খবরও তারা পাননি। আগুন নিয়ন্ত্রেণে আনার পর এখন ড্যাম্পিংয়ের কাজ চলছে। পেপার মিল হওয়ায় ভেতরে থাকা আবর্জনা অপসারণের জন্য কিছুটা সময় লাগবে।

কারখানা মালিকপক্ষ জানিয়েছে, ভবনটি দুই তলাবিশিষ্ট। অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ ফায়াস সার্ভিসের কাজ শেষ হলে জানা যাবে।

এএআর/

Exit mobile version