Site icon Jamuna Television

নির্বাচনে জালিয়াতির অভিযোগে ব্রাজিলে ব্যাপক বিক্ষোভ, দেশ অচল করে দেয়ার হুমকি

নির্বাচনে জালিয়াতির অভিযোগে ব্রাজিলে ব্যাপক বিক্ষোভ করেছে প্রেসিডেন্ট বোলসোনারোর সমর্থকরা। দেশটির রাজধানী রিও ডি জেনিরোতে হয় সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশ। খবর এপির।

পাশাপাশি, গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) দেশটির বিভিন্ন স্থানে রাজপথে নামে হাজার হাজার মানুষ। জাতীয় পতাকার রঙে তৈরি পোশাকে মিছিল করে কট্টর ডানপন্থী জেইর বোলসোনারোর সমর্থকরা। প্রেসিডেন্ট নির্বাচনে তার পরাজয় মেনে নিতে নারাজ সমর্থকরা।

বিক্ষোভকারীদের দাবি, ভোট চুরি করে জয় পেয়েছেন লুলা ডি সিলভা। এ সময় সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি করেন তারা। ১ হাজার সড়ক হাইওয়েতে অবরোধ করে দেশ অচল করে দেয়ার হুমকিও দেন তারা।

ব্রাজিলে গত মাসে অনুষ্ঠিত হয় ২য় দফা প্রেসিডেন্ট নির্বাচন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৫০ দশমিক ৯ শতাংশ ভোট নিয়ে বিজয়ী হন লুলা ডি সিলভা। বর্তমান প্রেসিডেন্ট জেইর বোলসোনারো হার মেনে দায়িত্ব হস্তান্তরে রাজি হলেও মিছিল সমাবেশ করে যাচ্ছে তার সমর্থকরা।

/এমএন

Exit mobile version