Site icon Jamuna Television

পোল্যান্ডে বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রটি সম্ভবত রাশিয়া থেকে ছোড়া হয়নি: বাইডেন

ছবি: সংগৃহীত

পোল্যান্ডে যে ক্ষেপণাস্ত্রটি পড়েছে, তা সম্ভবত রাশিয়া থেকে ছোড়া হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বুধবার (১৬ নভেম্বর) পশ্চিমা মিত্র দেশের নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠকের পর বাইডেন এ কথা বলেন। পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা নিয়ে আলোচনার জন্য এ বৈঠক ডাকা হয়েছিল।

গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের একটি গ্রামে বিস্ফোরণে দু’জন নিহত হন। ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি পোল্যান্ডের।

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা আজ সাংবাদিকদের বলেন, ক্ষেপণাস্ত্রটি কে ছুড়েছে, সে বিষয়ে তাদের কাছে এই মুহূর্তে অকাট্য তথ্যপ্রমাণ নেই। এ নিয়ে তদন্ত চলছে। তবে ক্ষেপণাস্ত্রটি সম্ভবত রাশিয়ার তৈরি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র পোল্যান্ডে আঘাত হেনেছে। তবে তিনি তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি। রাশিয়া এ ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা অস্বীকার করেছে।

এক প্রশ্নের জবাবে বাইডেন বলেছেন, ক্ষেপণাস্ত্রটি রাশিয়া থেকে ছোড়া হয়েছে কিনা, সে সম্পর্কে তিনি পূর্ণ তদন্ত ছাড়া কিছু বলতে চান না। তবে ক্ষেপণাস্ত্রটি রাশিয়া থেকে সম্ভবত ছোড়া হয়নি। তবু বিষয়টি খতিয়ে দেখা হবে। যুক্তরাষ্ট্র ও ন্যাটো দেশগুলো এ হামলা নিয়ে পূর্ণ তদন্ত করবে। তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

ইউএইচ/

Exit mobile version