Site icon Jamuna Television

গ্রেফতার-মামলা দিয়ে বিএনপিকে রোখা যাবে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। ফাইল ছবি।

বিএনপির শান্তিপূর্ণ সমাবেশের মধ্যে নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। এসব করে বিএনপিকে রুখতে পারবে না সরকার, এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৬ তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ নেতাদের খেলা হবে এই মন্তব্যের উত্তরে মির্জা ফখরুল বলেন, কে, কী বলছে, তা বলতে দিন। আমাদের নিজেদের লক্ষ্যে অটুট থাকতে হবে। এখন রাজনীতির খারাপ সময় যাচ্ছে। তাই দেশের মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, তীব্র আগ্নেয়গিরির মতো ফুঁসে উঠেছে মানুষ। আর এসবের মধ্য দিয়েই সরকারের পতন ঘটবে।

/এমএন

Exit mobile version