Site icon Jamuna Television

চোর ধরে হানিমুন প্যাকেজ উপহার পেলো পুলিশ

রাস্তায় এক ব্যক্তি চোর চোর বলে চিৎকার করতে থাকে। দেখা যায় একজনের মোবাইল নিয়ে বাইকে করে পালাচ্ছে চোর। আর এই দৃশ্য দেখে ডিউটিরত পুলিশ নিজের বাইক নিয়ে চোরের পিছনে প্রায় চার কিলোমিটার ছুটে ধরে ফেলেন। আর এতে পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে ১০ হাজার টাকা আর্থিক পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি তিন রাত–চার দিনের জন্য হানিমুন প্যাকেজও উপহার দেওয়া হয়। এ ঘটনা ঘটে ভারতের বেঙ্গালুরে।

জানা যায়, পুলিস কনস্টেবল হনুমন্থ গত বছর নভেম্বর মাসে বিয়ে করেন। কিন্তু তখনও যাওয়া হয়নি হানিমুনে। এদিকে গত বৃহস্পতিবার রাতে শারজাপুর রোডের কাছে কর্তব্যরত ছিল হনুমন্ত। সেখানে ৪ কিলোমিটার পথ ছুটে একজন মোবাইল চোরকে ধরেন। এতে গুরুতর আহতও হয়েছেন হনুমন্থ। আর এই সাহসিকতার জন্য তাকে উপহার দেয়া হয় হানিমুন প্যাকেজ।

Exit mobile version