Site icon Jamuna Television

খুলনা টাইগার্সে ওয়াহাব রিয়াজ ও নাসিম শাহ

ছবি: সংগৃহীত

আসন্ন বিপিএলের ৯ম আসরে তামিম ইকবালের পর সবশেষ ক্রিকেটার হিসেবে খুলনা টাইগার্সে যুক্ত হলেন দুই পাকিস্তানি পেসার নাসিম শাহ এবং ওয়াহাব রিয়াজ।

মঙ্গলবার (১৫ নভেম্বরে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে খুলনা টাইগার্স।

ওই পোস্টে সম্ভাবনাময় পাকিস্তানি তরুণ পেসার নাসিম শাহ এবং ওয়াহাব রিয়াজকে নিজেদের আস্তানায় স্বাগত জানিয়েছে খুলনা। একই দিনে আজ শ্রীলঙ্কার ব্যাটার আভিষ্কা ফার্নান্দো ও আরেক পাকিস্তানি ক্রিকেটার আজম খানকেও দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স। এবারের আসরে দলের আইকন প্লেয়ার হিসেবে থাকছেন তামিম ইকবাল।

/এসএইচ

Exit mobile version