Site icon Jamuna Television

মুসলিম গরু ব্যবসায়ী হত্যার ৮ আসামিকে ভারতীয় মন্ত্রীর ফুল দিয়ে বরণ

ভারতের কেন্দ্রীয় বিমানমন্ত্রী জয়ন্ত সাহা গতকাল শুক্রবার ঝাড়খণ্ডে এক মুসলিম গরু ব্যবসায়ীকে হত্যার ঘটনায় দণ্ডপ্রাপ্ত ৮ আসামিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

খুনিদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ ও মিষ্টিমুখ করার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিরোধী রাজনৈতিক দল মানবাধিকার সংগঠনের সমালোচনার মুখে পড়েছেন বিজেপির এই নেতা।

গত বছরের ২৭ জুন ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার রামগড় এলাকায় আলিম উদ্দিন আনসারি নামের এক গরু ব্যবসায়ীকে বিনা অভিযোগে পিটিয়ে হত্যা করে নরেন্দ্র মোদির দল বিজেপির একদল সন্ত্রাসী।

এরপর আদালতে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। গত মাসের ঘটনাটির এক বছর পূর্তিতে উচ্চ আদালত আগের রায় স্থগিত করে দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে জামিনে মুক্তি দেয়।

মুক্তি পেয়ে আসামিরা সরাসরি মন্ত্রী জয়ন্ত সিনহার বাড়িতে যায়। সেখানে তাদেরকে মিষ্টিমুখ করার পাশাপাশি ফুল দিয়ে বরণ করে নেন তিনি। সেই ছবি আবার সামাজিক মাধ্যমে ছাড়া হয়।

ছবিটি ভাইরাল হওয়ার পর বিরোধী রাজনীতিকদের সমালোচনার মুখে পড়েছেন নরেন্দ্র মোদির মন্ত্রিসভার এই সদস্য। ঝাড়খণ্ডের সাবেক মূখ্যমন্ত্রী হেমন্ত সরেন বলেছেন, সিনহার এমন আচরণ কোনোভাবেই মন্ত্রীসুলভ নয়। এছাড়া রাজ্যের কংগ্রেস সভাপতি অজয় কুমার বলেছেন, বিজেপি এসবের মাধ্যমে সাম্প্রদায়িক সংঘাত উস্কে দিচ্ছে।

Exit mobile version