Site icon Jamuna Television

এবার গণছাঁটাই শুরু হলো আমাজনে

টুইটার মেটার পর এবার গণছাঁটাইয়ে নামলো বিশ্ব বিখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন। গত কয়েক মাস ধরে বেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে এই প্রতিষ্ঠানটি। আর এর জেরেই এমন পদক্ষেপ নিচ্ছে বলে জানা যায়। ইতোমধ্যেই বেশ কিছু চাকরি হারানো ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন।

এ বিষয়ে চাকরি হারানো একজন ভারতীয় নাগরিক তার লিকংড ইন প্রোফাইলে লেখেন, আমি গত ৬ বছর ধরে আমাজনে কাজ করছিলাম। আমরা আলেক্সাকে তার প্রথম দিন থেকে বড় হতে দেখেছি। আমরা এক সাথে এটিকে এ অবস্থানে নিয়ে গিয়েছিলাম। আমি গর্বিত।

মার্কিন যুক্তরাষ্ট্রে গণছাঁটাইয়ের বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট এবং সিএনবিসি। প্রতিবেদনে জানানো হয়, আমাজন চলতি সপ্তাহে খুচরা, ডিভাইস এবং ক্লাউড গেমিং বিভাগে কর্মী ছাঁটাই শুরু করবে। এছাড়া তারা মোট ১০ হাজার কর্মীকে বাদ দেয়ার পরিকল্পনা করছে।

গত বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত আমাজনে প্রায় ১৬ লক্ষ পূর্ণকালীন ও খণ্ডকালীন কর্মী ছিলো। এই ছাঁটাইয়ের ফলে কর্পোরেট অফিসে ৩ শতাংশ এবং বিশ্বব্যাপী ১ শতাংশেরও কম কর্মী বাদ পড়বে।

এটিএম/

Exit mobile version