Site icon Jamuna Television

বড় ব্যবধানে আমিরাতকে হারিয়ে প্রস্ততি সারলো আলবিসেলেস্তেরা

কাতার বিশ্বকাপের আগের একমাত্র প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে রীতিমতো গোল বন্যায় ভাসিয়ে প্রস্ততি সারলো হট ফেবারিট আর্জেন্টিনা। এদিন, স্বাগতিক আরব আমিরাতকে ৫-০ গোলে হারিয়েছে স্কালোনি শীষ্যরা। বিশ্বকাপ মিশনের আগে এই জয়ে আত্মবিশ্বাস আরও বাড়লো আলবেসেলেস্তেদের।

মঙ্গলবার (১৬ নভেম্বর) মোহাম্মাদ বিন আবু জায়েদ স্টেডিয়ামে খেলার শুরু থেকেই বিশেষ সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। খেলার ১৭ মিনিটে কাউন্টার অ্যাটাকে মেসির দেয়া পাস থেকে গোল করে দলকে লিড এনে দেন আলভারেজ। পরে ২৫ ও ৩৬ মিনিটে দুর্দান্ত দুটি গোল উপহার দেন ডি মারিয়া। আর্জেন্টাইনদের মুহূর্মুহূ আক্রমণের ফাঁকে পাল্টা আক্রমণের তেমন কোনো সুযোগই পাননি আমিরাতের ফুটবলাররা।

এমন গোলের মিছিলে কেনোই বাদ থাকবেন লিওনেল মেসি! ম্যাচের ৪৪ মিনিটে আরব আমিরাতের জালে বল জড়িয়ে দলকে হাফ টাইমের আগেই ১ হালি গোলের লিড এনে দেন তিনি।

বিরতির পর ম্যাচের ৬০ মিনিটে আমিরাতের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন হোয়াকুন কোরেয়া। ফলে ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

/এসএইচ

Exit mobile version