Site icon Jamuna Television

ওমান উপকূলে ইসরাইলি তেলবাহী জাহাজে ড্রোন হামলা

ওমানের পানিসীমায় ইসরাইলি মালিকাধীন একটি তেলবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে ওমান উপকূলের কাছে ওই তেলের জাহাজে হামলা হয়েছে।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, জাহাজটি আফ্রিকার দেশ লাইবেরিয়ার পতাকাবাহী ছিল। জাহাজটির মালিক এক ইহুদি ধনকুবের। তবে ড্রোন হামলায় হতাহতের কোন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ইসরাইলের দাবি ইরান আত্মাঘাতী ড্রোন দিয়ে এ হামলা চালিয়েছে। এ ব্যাপারে ইরানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এটিএম/

Exit mobile version