Site icon Jamuna Television

উট বলেছে জিতবে সুইডেন, রাশিয়া

রাশিয়া বিশ্বকাপের ম্যাচগুলোতে ভবিষ্যত বাণী করে সাড়া ফেলে দিয়েছে শাহিন নামের একটি উট। তার করা অধিকাংশ ভবিষ্যত বাণী মিলে গেছে। যার কারণে ফুটবলপ্রেমীদের কাছে শাহিন এখন জনপ্রিয় এক নাম।

সর্বশেষ ব্রাজিল-বেলজিয়ামের ম্যাচে শাহিন রায় দিয়েছিলো বেলজিয়ামের পক্ষে। খেলার শেষে ফলও হয় তাই। কোর্য়াটার ফাইনালের অপর ম্যাচে উরুগুয়ের পক্ষে রায় দিলেও জিতেছে ফ্রান্স।

এদিকে কোর্য়াটার ফাইনালের আজকের দুইটি ম্যাচ নিয়েও ভবিষ্যত বাণী করেছে শাহিন। রাত ৮টায় ইংল্যান্ড বনাম সুইডেনের খেলায় সুইডেনের পক্ষে রায় দিয়েছে শাহিন। আর রাত ১২টার সময় ক্রোয়েশিয়া বনাম রাশিয়ার খেলায় রাশিয়া জিতবে বলে জানায় এ উট।

গালফ নিউজ শাহিনের ভবিষ্যত বাণীর ভিড়িও প্রকাশ করে।

Exit mobile version