Site icon Jamuna Television

নাটোরে বিএনপি নেতার পেট্রোল পাম্পে আগুন

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদের পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৬ নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বিপুল পরিমাণ জ্বালানী তেল পুড়ে যায়।

দাউদার মাহমুদ জানান, সিংড়া বাসস্ট্যান্ডে অবস্থিত তার পাম্পের ভূগর্ভস্থ তেল সংরক্ষণাগারের পাইপ মুখে আগুন লাগে। পাম্প কর্মচারী ও স্থানীয় লোকজন দ্রুত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। কীভাবে আগুনের সূত্রপাত এবং কী পরিমাণ তেল পুড়েছে তা জানাতে পারেননি পাম্প মালিক।

সিংড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সালাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

ইউএইচ/

Exit mobile version