Site icon Jamuna Television

জামায়াত বা যুদ্ধাপরাধে সম্পৃক্ত কোনো দলকে নিবন্ধন না দিতে প্রজন্ম ’৭১ এর আহ্বান

জামায়াতে ইসলামী বা যুদ্ধাপরাধে সম্পৃক্ত কোনো দলকে নিবন্ধন না দিতে ইসির প্রতি আহ্বান জানিয়েছে মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানের সংগঠন প্রজন্ম ’৭১।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে সংগঠনের সভাপতি আসিফ মুনির নির্বাচন কমিশনে এ সংক্রান্ত স্মারকলিপি দেন। সংগঠনটির নেতারা বলেন, বাংলাদেশ সৃষ্টিতে যারা বাধা দিয়েছেন, তারা এদেশের নেতৃত্ব দিতে পারে না। অতীতেও অনেক দল নিবন্ধনের চেষ্টা করেছে। নিবন্ধনের জন্য আবেদন করা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন না দেয়ার দাবি জানান তারা।

ধর্মের নামে ক্ষমতায় যাওয়ার চেষ্টায় যারা মানুষ হত্যা করছে, তাদের প্রতিহত করতে সকলের প্রতি আহবান জানিয়েছেন প্রজন্ম ’৭১।

ব্যস্ত থাকায় এদিন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সাক্ষাৎ পায়নি সংগঠনটির নেতারা। পরে নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেন, জামায়াতের সাথে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখবে কমিশন।

/এমএন

Exit mobile version