Site icon Jamuna Television

আবার বাড়লো সয়াবিন তেল ও চিনির দাম

ফের সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১২ টাকা করা বাড়ানো হয়েছে। আর চিনির দাম কেজিতে বেড়েছে ১৩ টাকা। এর ফলে প্রতি লিটার সয়াবিন তেলের বোতল ১৯০ টাকা এবং প্রতি কেজি প্যাকেটজাত চিনির নির্ধারিত দাম হলো ১০৮ টাকা।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকে সয়াবিন তেল ও চিনির নতুন এ দাম কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী, ৫ লিটারের সয়াবিল তেলের বোতলের দাম ৯২৫ টাকা। লিটারপ্রতি খোলা সয়াবিন তেলের দাম ১৭২ টাকা এবং পাম তেলের দাম ১২১ টাকা। আর প্রতি কেজি খোলা চিনি কিনতে হবে ১০২ টাকায়।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভোজ্যতেলের সর্বোচ্চ খুচরা মূল্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে সমন্বয় করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১ নভেম্বর প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে মূল্য সমন্বয়ের আবেদন করা হয়। পরে দুই দফায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড কমিশনের সঙ্গে মূল্য সমন্বয়ের ব্যাপারে আলোচনা হয়। দাম সমন্বয়ের বিষয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড কমিশন একমত হয়।

এদিকে, চিনির দাম বাড়ার বিষয়ে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চিনির সর্বোচ্চ খুচরা মূল্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে সমন্বয় করা হয়। এই ধারাবাহিকতায় গত ৩ নভেম্বর প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে মূল্য সমন্বয়ের আবেদন করা হয়।। পরে দুই দফায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড কমিশনের সঙ্গে মূল্য সমন্বয়ের ব্যাপারে আলোচনা হয়। দাম সমন্বয়ের বিষয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড কমিশন একমত হওয়ায় বৃহস্পতিবার থেকে চিনির নতুন দাম কার্যকর হবে।

/এমএন

Exit mobile version