Site icon Jamuna Television

সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূতসহ ৬ হাজার বন্দিকে মুক্তি দিলো মিয়ানমার

ছবি : সংগৃহীত

সাধারণ ক্ষমার অংশ হিসেবে সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত ভিকি বোম্যান, অস্ট্রেলিয়ার অর্থনীতিবিদ ও অং সান সুচি’র সাবেক উপদেষ্টাসহ ৬ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমার সামরিক সরকার। খবর ইনডিপেনডেন্ট’র।

মিয়ানমারের রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে খবরে বলা হয়েছে, জাতীয় দিবস উপলক্ষে মানবিক কারণে ৫ হাজার ৭৭৪ জন পুরুষ এবং ৬৭৬ জন নারীকে সাধারণ ক্ষমায় মুক্তি দেয়া হয়েছে।

এদিকে অর্থনীতিবিদ টার্নেলের মুক্তির খবর পেয়ে তাকে স্বাগত জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। তার বিরুদ্ধে মিয়ানমারের রাষ্ট্রীয় গোপনীয় আইন লঙ্ঘনের অভিযোগ এনে গত সেপ্টেম্বরে ৩ বছরের কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত।

উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর অং সান সুচিসহ অনেক রাজনীতিক এবং বিদেশিদের বন্দি করে দেশটির জান্তা সরকার।

এএআর/

Exit mobile version