Site icon Jamuna Television

বিশ্বকাপ থেকে প্রাপ্ত অর্থ পা বাঁকানো শিশুদের দিবেন জার্মান ডিফেন্ডার রুডিগার

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ থেকে অর্জিত অর্থের বিরাট একটি অংশ মাতৃভূমি সিয়েরা লিওনের পা বাঁকা শিশুদের চিকিৎসার জন্য দান করবেন বলে ঘোষণা দিয়েছেন জার্মান ডিফেন্ডার রুডিগার। খবর ডেইলি মেইল’র।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি নিজের মাতৃভূমি সিয়েরা লিওন সফরে যান এই ডিফেন্ডার। সেখানে তিনি দেখেন অনেক শিশু বাঁকা পা নিয়ে জন্মগ্রহণ করে। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই থাকে তারা।

পরে সেখানে তিনি একটা ফান্ড গঠন করেন। এবং ঘোষণা দিয়েছেন বিশ্বকাপ থেকে যে পরিমাণ অর্থ তিনি আয় করবেন তার বড় একটি অংশ সিয়েরা লিওনের এই শিশুদের চিকিৎসার জন্য দান করবেন তিনি।

প্রসঙ্গত, অ্যান্টনি রুডিগার বর্তমানে জার্মানির অন্যতম সেরা একজন ডিফেন্ডার। ২৩ নভেম্বর জাপানের বিরুদ্ধে বিশ্বকাপ মিশন শুরু করবে জার্মানি।

/এনএএস

Exit mobile version