Site icon Jamuna Television

চট্টগ্রামে শুরু সুফি সম্মেলন

বিশ্বের বিভিন্ন দেশের আলেমদের অংশগ্রহণের চট্টগ্রামে শুরু হয়েছে দুদিনব্যাপী ‘৭ম জাতীয় সুফি সম্মেলন’। দু’দিনে চারটি অ্যাকাডেমিক সেশনে ১৯টি প্রবন্ধ উপস্থাপিত হবে।

চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধনী দিনে বক্তারা ‘উপমহাদেশের শান্তি সম্প্রীতি সুরক্ষায় দরবেশদের ভূমিকা এবং বর্তমান প্রেক্ষিত’ বিষয়ে আলোচনা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন, প্রফেসর ইমেরিটাস ড. এম শমসের আলী সহ আরও অনেকে এতে বক্তব্য রাখেন। সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট এবং মাইজভান্ডারি একাডেমি আয়োজিত সুফি সম্মেলন শেষ হবে আগামীকাল শুক্রবার।

এটিএম/

Exit mobile version