Site icon Jamuna Television

বিশ্বকাপে খেলতে পুরোপুরি প্রস্তত মেমফিস ডেপাই

কাতারে সতীর্থদের সাথে অনুশীলনে অংশ নিয়েছেন মেমফিস ডেপাই।

চোটের ধাক্কায় প্রায় দুই মাসের মতো মাঠের বাইরে থেকে অবশেষে নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে যোগ দিয়েছেন মেমফিস ডেপাই। এখন বিশ্বকাপ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত বার্সেলোনার এ ফরোয়ার্ড। কাতারে দলের সাথে অনুশীলন করতেও দেখা গেছে তাকে।

গত সেপ্টেম্বরে উয়েফা নেশন্স লিগে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান মেমফিস। এরপর থেকেই মাঠের বাইরে ছিলেন তিনি। গত মঙ্গলবার বৈশ্বিক আসরের জন্য কাতারে পা রাখে নেদারল্যান্ডস দল। এর কয়েক ঘণ্টা পর অনুশীলনের সময় দলের সাথেই অনুশীলন করতে দেখা যায় মেমফিসকে। চোট কাটিয়ে মাঠে নামার জন্য এখন প্রস্তুত বলেও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ‘এ’ গ্রুপে থাকা নেদারল্যান্ডস আগামী ২১ নভেম্বর সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।

/এসএইচ

Exit mobile version