Site icon Jamuna Television

আবারও বাড়লো স্বর্ণের দাম

আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। ভালোমানের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে এখন থেকে গুনতে হবে ৮৪ হাজার ২১৪ টাকা, যা আগে ছিল ৮২ হাজার ৪৬৪ টাকা। আগামীকাল শুক্রবার (১৮ নভেম্বর) থেকে নতুন এ দর কার্যকর হবে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সদস্য সচিব বাবুল দত্ত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।

১৮ নভেম্বর থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে খরচ হবে ৮৪ হাজার ২১৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হবে ৮০ হাজার ৩৬৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি পড়বে ৬৮ হাজার ৯৩৪ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৫৬ হাজার ৬৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।

এটিএম/

Exit mobile version