Site icon Jamuna Television

কাতারে প্রথম দিনেই আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

কাতারে পা রেখেই দুঃসংবাদ এলো আর্জেন্টিনা শিবিরে। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেস। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন অ্যাঞ্জেল করেয়া।

গতকাল বৃহস্পতিবার (১৭ নভেম্বর) কাতারে পৌঁছেছেন লিওনেল মেসিরা। স্থানীয় সময় অনুযায়ী রাত ১০টা নাগাদ আসে হতাশার খবর। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি যে আশঙ্কা করেছিলেন, সেটাই দিনের শেষে সত্যি হলো। আর্জেন্টিনা ফুটবল সংস্থার পক্ষ থেকেও নিকোলাসের ছিটকে যাওয়া এবং অ্যাঞ্জেল করেয়াকে স্কোয়াডে নেয়ার বিষয়ে ঘোষণা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার কাতারে প্রথম দিনের অনুশীলনে পেশীতে চোট পান নিকোলাস। আর এই চোট এতটাই গুরুতর, তার পরিবর্তন হিসেবে অন্য কাউকে নেয়া ছাড়া উপায় ছিল না। আগামী ২২ ডিসেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হবে। ‘সি’ গ্রুপে দলটির অপর দুই প্রতিপক্ষ মেক্সিকো (২৬ নভেম্বর) ও পোল্যান্ড (৩০ নভেম্বর)।

/এমএন

Exit mobile version