Site icon Jamuna Television

আলোচিত ‘এমএইচ১৭’ বিধ্বস্তের রায়, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আলোচিত মালয়েশিয়ান বিমান ফ্লাইট ‘এমএইচ-সেভেনটিন’ ভূপাতিত করার দায়ে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন নেদারল্যান্ডসের আদালত। অভিযুক্ত অপর ব্যক্তিকে খালাস দেয়া হয়েছে। খবর এপির।

আদালতের রায়ে দোষীদের পক্ষ থেকে নিহতদের পরিবারকে অন্তত ১৬ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার সময় অনুপস্থিত ছিলেন অভিযুক্তরা। শুনানিতে তাদের দোষী সাব্যস্ত করেন আদালত।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক দুই রুশ গোয়েন্দা কর্মকর্তা ইগোর গিরিকোন ও সের্গেই দুবিন্সকি। তাছাড়া, ইউক্রেনীয় বিচ্ছিন্নতাবাদী নেতা লিওনিদ খারচেঙ্কও পেয়েছেন শাস্তি।

২০১৪ সালের ১৭ জুলাই, নেদারল্যান্ডেসের আমস্টারডাম থেকে মালয়েশিয়ার রাজধানীতে যাচ্ছিল ফ্লাইটটি। পথে পূর্ব ইউক্রেনে ২৯৮ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় বিমানটি। অভিযোগ, রুশ বাক ক্ষেপণাস্ত্রের আঘাতেই এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীদের ১৬৯ জন ছিলেন ডাচ; বাকিরা ব্রিটিশ।

/এমএন

Exit mobile version