Site icon Jamuna Television

মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট লিডার পদ থেকে সরে দাঁড়ালেন ন্যান্সি পেলোসি

ছবি: সংগৃহীত

মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট লিডার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ন্যান্সি পেলোসি। প্রায় ২ দশক ধরে এই পদে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এ ঘোষণা দেন ৮২ বছর বয়সী এ হাউস স্পিকার। বলেন, নতুন নেতৃত্বের হাতে ডেমোক্র্যাটদের দায়িত্ব বুঝিয়ে দিতে চান তিনি। তবে, কংগ্রেসের নিম্নকক্ষে ক্যালিফোর্নিয়া রাজ্যের প্রতিনিধিত্ব করবেন ন্যান্সি পেলোসি। ১৯৮৭ সাল থেকে এই আসনে রয়েছেন তিনি; যেটির মেয়াদ শেষ হবে ২০২৫ সালে।

এরইমধ্যে রিপাবলিকান কেভিন ম্যাকার্থি নতুন কংগ্রেস স্পিকার হওয়ার জন্য দলীয় মনোনয়ন জিতেছেন। প্রেসিডেন্ট জো বাইডেনও তাকে অভিনন্দন জানিয়েছেন। জানুয়ারি নাগাদ তিনি পেলোসির স্থলাভিষিক্ত হবেন।

কংগ্রেসের নিম্নকক্ষে রিপাবলিকান পার্টি ২১৮ আসনে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের পরই আসে ঘোষণাগুলো। অবশ্য, ডেমোক্র্যাটদের সাথে রয়েছে স্বল্প ব্যবধান। ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত রিপাবলিকানরা ২২৩টির মতো আসনে জয়ী হতে পারেন।

/এমএন

Exit mobile version