Site icon Jamuna Television

সিলেট বিভাগের ৩ জেলায় পরিবহন ধর্মঘট চলছে

মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধসহ বিভিন্ন দাবিতে সিলেট বিভাগের হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে শুক্রবার (১৮ নভেম্বর) ভোর থেকে শুরু হয়েছে দুই দিনের পরিবহন ধর্মঘট।

বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের বাস-মিনিবাস চলাচল। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। বাসস্ট্যান্ডে গিয়ে গাড়ি না পেয়ে অনেকেই ফিরে যান। বিকল্প উপায়ে গন্তব্য পৌঁছাচ্ছেন তারা। এতে একদিকে যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমনি গুণতে হচ্ছে বাড়তি খরচও। পরিবহন বন্ধ রাখায় ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা।

এদিকে, মহাসড়কে থ্রি হুইলার চলাচল ও পুলিশের হয়রানি বন্ধসহ কয়েক দফা দাবিতে সিলেট জেলায় আগামীকাল পরিবহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মালিক সমিতি।

/এমএন

Exit mobile version