Site icon Jamuna Television

সিলেটে বিএনপির সমাবেশস্থলে পৌঁছাতে শুরু করেছেন নেতাকর্মীরা

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে এরইমধ্যে সমাবেশস্থল সরকারি আলিয়া মাদরাসা মাঠে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। আগামীকাল শনিবার (১৮ নভেম্বর) এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে গতকাল বৃহস্পতিবার অনেক নেতাকর্মী সিলেটে পৌঁছান। কেউ অবস্থান নিয়েছেন আত্মীয়-স্বজন কিংবা নেতাকর্মীদের বাসায়। আবার অনেকেই সমাবেশস্থল আলিয়া মাদরাসা মাঠেই রাত কাটান।

সমাবেশে আসা নেতাকর্মীরারা জানিয়েছেন, পরিবহন ধর্মঘট ও পথে বাধার আশঙ্কায় আগেভাগেই সিলেট পৌঁছেছেন তারা। গণসমাবেশের প্রস্তুতি তদারকি করছেন বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

তাদের অভিযোগ, সমাবেশে লোকসমাগম ঠেকাতে সরকার পরিবহন মালিকদের ধর্মঘট ডাকতে বাধ্য করেছে। তবে, সব বাধা পেরিয়ে জনগণ সমাবেশ সফল করবে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা।

/এমএন

Exit mobile version