Site icon Jamuna Television

নাতনিকে বাঁচাতে চেয়েছিলেন নানী, বাসের ধাক্কায় প্রাণ গেলো দু’জনেরই

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সদর উপজেলায় যাত্রীবাহী বাসের চাঁপায় সাবিনা বেগম (৪৫) ও টিয়া মনি (৫) নামে শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে নানী-নাতনি।

শুক্রবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাবিনা বেগম পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বৌলেরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী ও তার নাতনি টিয়া মনি। সাবিনা বেগম স্থানীয় হোটেলে শ্রমিকের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নাতিকে সঙ্গে নিয়ে তুলসিঘাটে আসেন সাবিনা বেগম। এ সময় ভাপা পিঠা খাওয়ার জন্য সড়কের এপার থেকে ওপারে যাচ্ছিল শিশু টিয়া। শিশু টিয়াকে বাঁচাতে পিছনে দৌঁড় দেন সাবিনা। এ সময় ঢাকা থেকে গাইবান্ধাগামী সকালে আল রিয়াদ পরিবহনের একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থলে থাকা গাইবান্ধা সদর থানার উপরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম বলেন, মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এটিএম/

Exit mobile version