Site icon Jamuna Television

কফিনে শুয়ে বিয়ে করতে গেলেন বর

বর্তমানে বিয়েতে কত মানুষের কত রকমের সখ থাকে। কেও ঘোড়ায় চড়ে তো কেউ দামি গাড়িতে চেপে। কিন্তু এবার দেখা গেলো ভিন্নতা। কফিনে করে বিয়ে করতে গেলেন বর। খবর ডেইলি মেইলের।

এমন অদ্ভুত ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এক টিকটক ব্যবহারকারী তার অ্যাকাউন্টে সেই ভিডিও শেয়ার করেছেন। তিনি লিখেছেন, এটি কোনো শেষকৃত্যের অনুষ্ঠান নয়, আমার বন্ধু এভাবেই বিয়ে করতে যাচ্ছে। ইতোমধ্যে ভিডিওটি ৮ মিলিয়নের বেশিবার দেখা হয়েছে।

ভিডিওতে নানারকম মন্তব্য দেখা গেছে। কেউ বিষয়টিকে মজার ছলে নিয়েছেন আবার কেউ খুব অসম্মানজনক মনে করেছেন। যেমন একজন বলেছেন, বর কি বোঝাতে চাচ্ছেন যে বিয়ে করলে তাঁর জীবন শেষ হয়ে যাবে?

এর আগে গত মে মাসেই এমন ঘটনা ঘটেছিল এক বিয়ের অনুষ্ঠানে। সেখানে দেখা যায়, বর ও কনে হাত ধরাধরি করে আগুনের ওপর দিয়ে হাঁটছেন। বর-কনের নাম জেব জোসেপ ও আমবির মিশেল। তারা দু’জনই টেলিভিশন ও চলচ্চিত্রে কাজ করেন।

এটিএম/

Exit mobile version