Site icon Jamuna Television

মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্তে মন্ত্রীসহ নিহত ৫

মেক্সিকোতে একটি সামরিক হেলিকপ্টার বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর প্রধান এবং জননিরাপত্তা বিষয়ক মন্ত্রীসহ প্রাণ হারিয়েছেন কমপক্ষে পাঁচ জন। খবর সিএনএনের।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) উত্তরাঞ্চলীয় প্রদেশে হয় এ দুর্ঘটনা। কর্তৃপক্ষ জানায়, পাঁচ আরোহীসহ উড্ডয়ন করে হেলিকপ্টারটি। এর কিছু সময় পরই সেটি বিধ্বস্ত হয়। এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু হয়েছে। তবে যান্ত্রিক ত্রুটির কারণেই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মেক্সিকোতে প্রায়ই সরকারি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে। সম্প্রতি আরেক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৪ জন নৌবাহিনীর কর্মকর্তা।

এটিএম/

Exit mobile version