Site icon Jamuna Television

হ্যাট্রিকের পথে ইনফান্তিনো

ছবি: সংগৃহীত

আবারও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি হচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো। টানা তৃতীয় বারের মতো এই দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।২০২৩ সালের ১৬ মার্চ রুয়ান্ডার কিগালিতে ৭৩তম ফিফা কংগ্রেস অনুষ্ঠিত হবে। সেখানেই আনুষ্ঠানিকতা পাবে ইনফান্তিনোর তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার বিষয়টি।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। মার্চে নির্বাচন আহ্বান করা হলে ফিফার সব সদস্য দেশ কেবল ইনফান্তিনোকেই প্রার্থী হিসেবে প্রস্তাব করে। পরে কোনো প্রতিপক্ষ না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন ইনফান্তিনো। সেখানে একমাত্র প্রার্থী হিসেবে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন তিনি।

২০১৬ সালে প্রথমবারের মতো ফিফা সেপ ব্লাটারের জায়গায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ইনফান্তিনো। এরপর ২০১৯ সালে দ্বিতীয় মেয়াদে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। এর আগে দায়িত্বে থাকা ব্লাটার দুর্নীতির দায়ে ২০১৫ সালে নিষিদ্ধ হন। ১৭ বছর ধরে ফিফার দায়িত্বে ছিলেন তিনি।

আরআইএম/ইউএইচ/

Exit mobile version