Site icon Jamuna Television

মিয়ানমারে ৪ বিদেশি নাগরিকসহ ৬ হাজার বন্দিদের মুক্তি দেবে জান্তা সরকার

মিয়ানমারে সেনাশাসন বিরোধী আন্দোলনে গ্রেফতারকৃত ৬ হাজার গণতন্ত্রপন্থীকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জান্তা সরকার। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় এ তথ্য। খবর রয়টার্সের।

এর মধ্যে হাইপ্রোফাইল চার বিদেশি নাগরিককেও মুক্তি দেয়া হবে। মুক্তি পেতে যাওয়া ওই চার বিদেশি হলেন, অস্ট্রেলিয়ার নাগরিক ও মিয়ানমারের কারাবন্দী নেত্রী অং সান সু চির সাবেক অর্থনৈতিক উপদেষ্টা শন টারনেল, সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত ভিকি বোম্যান, যুক্তরাষ্ট্রের নাগরিক কাউ থ উ এবং জাপানের নাগরিক ও চলচ্চিত্রকার তরু কুবোতা। মূলত ৪ জানুয়ারি দেশটির জাতীয় দিবসকে সামনে রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সাথে বিদেশি রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা বলেও মনে করা হচ্ছে।

গেল বছর ফেব্রুয়ারিতে অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর চরম বিক্ষোভ ছড়ায় গোটা মিয়ানমারজুড়ে। গণতন্ত্রপন্থীদের দমাতে হত্যাকাণ্ড, গ্রেফতারসহ ব্যাপক দমন পীড়ন চালায় সেনাবাহিনী।

এটিএম/

Exit mobile version