Site icon Jamuna Television

বাংলাদেশ কোনো নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর নয়: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতিগোষ্ঠী নির্বিশেষে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, দেশের উন্নয়নে যাতে সবাই অবদান রাখতে পারে সেজন্য কাজ করছে সরকার। বাংলাদেশ কোনো নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর নয় বলেও মন্তব্য করেন তিনি

শুক্রবার (১৮ নভেম্বর) সকালে বনানী বিদ্যানিকেতনে আয়োজিত গারোদের ওয়ানগালা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নতুন ধান ঘরে তোলার উৎসব ওয়ানগালা। গারো সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব এটি।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশ কোনো বিশেষ গোষ্ঠীর নয়। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে স্বাধীন করেছি। সন্ত্রাসীদের বিরুদ্ধেও জাতিগোষ্ঠী নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এসজেড/

Exit mobile version