Site icon Jamuna Television

১০ মিলিয়ন পাউন্ডে বিক্রি হচ্ছে শেক্সপিয়রের সেই ছবি

ছবি : সংগৃহীত

প্রখ্যাত ইংরেজি সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়রের ১৬০৮ সালে আঁকা একটি ছবির মূল্য ধরা হয়েছে ১০ মিলিয়ন পাউন্ড। খবর দ্য গার্ডিয়ানের।

খবরে বলা হয়েছে, ছবিটি এঁকেছিলেন ব্রিটেনের তৎকালীন রাজসভার চিত্রশিল্পী রবার্ট ব্লাক। তখন রাজা ছিলেন প্রথম জেমস। বর্তমানে ছবিটি পশ্চিম লন্ডনের গ্রোসভেনর হাউস হোটেলে টাঙানো রয়েছে। এটি কোনো নিলাম ছাড়াই বিক্রি করার উদ্যোগ নেয়া হয়েছে।

ব্যক্তিগত সম্পদ হিসেবে ছবিটি বিক্রি করা হচ্ছে। ১৯৭৫ সালে সরকারি লাইব্রেরিতে এটি টাঙানো ছিল। পরে বিক্রি করে দেয়ার পর ব্যক্তিগত সম্পদে পরিণত হয় বিখ্যাত ছবিটি।

এএআর/ইউএইচ/

Exit mobile version