Site icon Jamuna Television

লেপ-তোশক ব্যবসায়ীর ঘর আলো করে এলো পদ্মা-সেতু ও জয়

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে একসাথে তিন সন্তানের জন্ম হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে সিজারের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়।

সদ্যজাত তিন সন্তানের জনক জাকির হোসেন কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের বাসিন্দা। পেশায় তিনি লেপ-তোশক ব্যবসায়ী। গ্রামঞ্চলে ফেরী করে বিক্রি করেন। জননী কেয়া খাতুন গৃহিনী।

সদ্যজাত তিন সন্তানের মধ্যে দু’টি কন্যা ও একটি ছেলে। এর আগে চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে এই দম্পতির।

চার সন্তানের জনক জাকির হোসেন জানান, একত্রে তিন সন্তান হয়েছে এতে আমি খুব খুশি। এরা যখন স্ত্রীর গর্ভে ছিল তখনই আমি ঠিক করেছিলাম ওদের নাম পদ্ম, সেতু ও জয় রাখবো। সে অনুযায়ী জন্মের পর নাম এটাই রেখেছি।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত-ই-খোদা বলেন, তিনটি সন্তান হয়েছে। মা ও সদ্যজাত সন্তানরা সুস্থ রয়েছে।

/এনএএস

Exit mobile version