Site icon Jamuna Television

‘লাইগার’ সিনেমায় কালো অর্থ বিনিয়োগ

ছবি: সংগৃহীত

অনন্যা পাণ্ডে ও বিজয় দেবেরাকোণ্ডা অভিনীত লাইগার ছবিটি মাস কয়েক আগে মুক্তি পায়। বিশাল বাজেটের এই ছবি প্রথম সপ্তাহে মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। এবার সেই ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে কালো টাকা। দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক পুরী জগন্নাথ ও চিত্রনায়িকা চার্মি কৌরকে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্মকর্তারা। খবর আনন্দবাজার পত্রিকার।

ইডি কর্মকর্তারা জানতে পেরেছেন, ‘লাইগার’ সিনেমায় বিনিয়োগের অর্থ প্রথমে দুবাই পাঠানো হয়। পরে সেসব অর্থ পুনরায় ভারতে এনে সিনেমাটিতে বিনিয়োগ করা হয়। আর এই ঘটনার সঙ্গে একজন রাজনীতিবিদ জড়িত।

কংগ্রেস নেতা বাক্কা জুড়সন ‘লাইগার’ সিনেমার বিনিয়োগের অর্থ নিয়ে পুলিশে অভিযোগ করেন। তারপর তদন্তে নেমে ইডি জানতে পারে, কালো অর্থ সাদা করে দেশে এনে তা আবার এই সিনেমায় বিনিয়োগ করা হয়েছে।

গত বছর মাদক মামলা ও মানি লন্ডারিং মামলায় নাম জড়িয়েছিল পুরী জগন্নাথের। বছর না ঘুরতেই ফের নাম উঠে এলো এই নির্মাতার।

ইউএইচ/

Exit mobile version