Site icon Jamuna Television

আবারও কলকাতার সিনেমায় ফেরদৌস

ছবি: সংগৃহীত

আবারও কলকাতার সিনেমায় ফেরদৌস আহমেদ। কালো তালিকা থেকে বেরিয়ে সম্প্রতি তিনি সেখানকার নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন। নাম ‘মীর জাফর চ্যাপটার ২’। ছবিটি পরিচালনা করবেন অর্ক দীপ মল্লিকা নাথ।

নতুন বছর পহেলা জানুয়ারি থেকে ভারতের মুর্শিদাবাদে এই ছবির শ্যুটিং শুরু হবে। সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক জিয়াউল রোশান। তার বিপরীতে আছেন প্রিয়াঙ্কা সরকার। আর ফেরদৌসের বিপরীতে অভিনয় করবেন কলকাতার শ্রাবন্তী।

২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনের প্রচারে অংশ নেয়ায় ভিসা বাতিল হয় ফেরদৌসের। ফলে সেখানকার সিনেমায় কাজের সুযোগ হারান তিনি। প্রায় তিন বছর পর চলতি বছর এপ্রিলে ভারতের ভিসা পান ফেরদৌস।

ইউএইচ/

Exit mobile version