Site icon Jamuna Television

চেতন শর্মাসহ নির্বাচক কমিটি বরখাস্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড

বিশ্বকাপে খারাপ পারফর্মেন্সের কারণে বহিষ্কার করা হয়েছে সাবেক পেসার চেতন শর্মাসহ ভারতীয় নির্বাচক কমিটিকে। সেই সাথে নতুন নির্বাচক কমিটিও আহ্বান করেছে বিসিসিআই।

চেতন শর্মা ছাড়াও এই কমিটিতে ছিলেন সুনিল জোসি, হারভিন্দার সিং ও দেভাশিষ মোহান্ত। আগের বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে পারেনি ভারত। এশিয়া কাপের ফাইনালেও উঠা হয়নি দলটির। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও উঠা হয়নি রোহিত শর্মার দলের। তারই খেসারত দিতে হলো জাতীয় দলের নির্বাচকদের। সেই সাথে ৫ পদে নতুন নির্বাচকের জন্যও আহ্বান করেছে বিসিসিআই।

বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পুরুষ ক্রিকেট দলের জন্যে পাঁচ জন জাতীয় নির্বাচক আহ্বান করা হচ্ছে। যোগ্যতা হিসাবে ভারতের হয়ে কমপক্ষে সাতটি টেস্ট ম্যাচ খেলা বা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা, ১০টি একদিনের ম্যাচ এবং ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা প্রাক্তন ক্রিকেটারদের থেকে আবেদন চাওয়া হয়েছে। অন্তত পাঁচ বছর আগে অবসর নিয়েছেন এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বোর্ডের কোনো ক্রিকেট কমিটিতে পাঁচ বছর কাটিয়েছেন, এ রকম কেউ আবেদন করতে পারবেন না। ২৮ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে।

ইউএইচ/

Exit mobile version