Site icon Jamuna Television

৬.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

ছবি: সংগৃহীত

ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া। সুমাত্রার দক্ষিণ-পশ্চিমে শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্য়ায় এই কম্পন অনুভূত হয়। খবর রয়টার্স’র।

ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিকাল সেন্টার জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৭। যা বেশ বড় মাপের বলেই মনে করা হচ্ছে।

সুমাত্রায় এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। সাধারণত বড় কম্পাঙ্কের ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠের যত উপরে হয়, ক্ষয়ক্ষতির সম্ভাবনা ততই বাড়ে। এক্ষেত্রেও যেহেতু ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, তাই বড় মাপের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

/এনএএস

Exit mobile version