Site icon Jamuna Television

রংপুরে আগুনে পুড়ে ছাই দুই হোটেলসহ ১২ দোকান

স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

রংপুর মহানগরীর মডার্ন মোড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি খাবার হোটেলসহ প্রায় ১২টি দোকানের মালামাল পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী এবং ফায়ার সার্ভিস বলছে, শুক্রবার (১৮ নভেম্বর) রাত পৌনে বারোটায় মডার্ন মোড়ের শাহীন হোটেলে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে আজাদ হোটেলসহ আশেপাশের বারোটি বিভিন্ন ধরনের দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে আগুন নেভানোর কাজ করে।

উপস্থিত ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, কি কারণে আগুন লেগেছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের পর বলা যাবে। তবে দু’টি হোটেল এবং বারোটি বিভিন্ন ধরনের দোকান মালামাল পুড়ে গেছে।

/এনএএস

Exit mobile version