Site icon Jamuna Television

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর আবারও কিমের হুমকি

দেশের বিরুদ্ধে হোয়া সকল হওয়া সকল ষড়যন্ত্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করে দেয়া হবে জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং। খবর এএফপির।

শনিবার (১৯ নভেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ দেয়া বক্তব্যে তিনি এ কথা জানান। পিয়ংইয়ং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার একদিন পরেই এমন কথা বললেন দেশটির এই সর্বোচ্চ নেতা।

কিম তার বক্তব্যে বলেন, তিনি ব্যক্তিগতভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তত্ত্বাবধান করেছেন। আরও বলেন, যেকোনো পারমাণবিক অস্ত্রের হুমকি পরমাণু অস্ত্র দিয়ে মোকাবেলা করা হবে।

এটিএম/

Exit mobile version