Site icon Jamuna Television

উস্কানি বন্ধ করতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জাতিসংঘ প্রধানের

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানিয়ে জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস উস্কানি বন্ধ করতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। খবর এএফপির।

মহাসচিব গুতেরেসের মুখপাত্র ফারহান হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুতেরেস যেকোনো ধরনের উস্কানিমূলক পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকতে উত্তর কোরিয়ার প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

এর আগে পিয়ংইয়ং একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। যা জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপের কাছে গিয়ে পড়ে। চলতি মাসে এটি উত্তর কোরিয়ার দ্বিতীয় বড় অস্ত্রের পরীক্ষা। উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। এই পরীক্ষার ফলে দেশটির পারমাণবিক হামলার সক্ষমতা বেড়েছে।

এটিএম/

Exit mobile version