Site icon Jamuna Television

রাজধানীর খিলগাঁওয়ে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতদের প্রথমে মুগদা মেডিকেল পরে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শনিবার (১৯ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতারা হলেন, মো. জজ মিতা, আল আমিন ও মো. মেহেদী হাসান।

পুলিশ জানায়, রাত তিনটার দিকে খিলগাঁও ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটি তিনবন্ধুকে চাপা দিয়ে চলে যায়। নিহতদের স্বজনরা জানান, মালিবাগ আবুল হোটেলে তিনবন্ধু একসাথে রাতের খাবার খেয়ে বাসায় ফিরছিলেন। ট্রাক ও চালক কাউকে শনাক্ত করা যায়নি।

এটিএম/

Exit mobile version