Site icon Jamuna Television

রাজধানীর শ্যামপুরে বাসা থেকে নারী আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর শ্যামপুরের একটি বাসা থেকে এক নারী আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় আটক করা হয়েছে ওই নারীর আইনজীবী স্বামীকে।

শুক্রবার (১৮ নভেম্বর) রাত নয়টার কিছু সময় পর ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় বাসার একটি রুমে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায় তারা। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় ঢাকা মেডিকেলে।

মাত্র তিন মাস আগেই বিয়ে হয়েছিল এই আইনজীবী দম্পত্তির। বাসায় তারা দুজনই থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

শ্যাম্পুর থানার ওসি মফিজুল আলম টেলিফোনে বলেন, ফ্যানের সাথে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় আমরা ডেডবডি পাই। মৃতদেহ উদ্ধার করে তা মর্গে প্রেরণ করা হয়েছে। মৃতের স্বজনদের মৌখিক অভিযোগের ভিত্তিতে তার স্বামীকে আমাদের হেফাজতে রাখা হয়েছে।

এটিএম/

Exit mobile version