Site icon Jamuna Television

ইউক্রেনকে দুষলো রাশিয়া, ১২ যুদ্ধবন্দি সেনাকে হত্যার অভিযোগ ক্রেমলিনের

ইউক্রেনের বিরুদ্ধে ১২ যুদ্ধবন্দি সেনাকে হত্যার অভিযোগ তুললো রাশিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে একে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দেয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইউক্রেনীয় সেনাবহরের এই বর্বরতা নতুন নয়। এই যুদ্ধাপরাধকে দিনের পর দিন সমর্থন যোগাচ্ছে জেলেনস্কি সরকার। অন্ধের মতো এড়িয়ে যাচ্ছে তাদের পশ্চিমা মিত্ররাও। মস্কোর এ অভিযোগের ব্যাপারে কোন প্রতিক্রিয়া জানায়নি কিয়েভ। ভিডিওগুলোয় দেখা যায়, লুহানস্ক এলাকার মাইকিভকা গ্রামে আত্মসমর্পন করেছেন রুশ সেনারা। কিছুক্ষণ পরই শোনা যায় গোলাগুলির শব্দ। পরে, সারিবদ্ধ অবস্থায় মৃত দেখা যায় সেনাদলকে।

অবশ্য কবে এবং কারা ভিডিও গ্রহণ করেছে সে বিষয়টি স্পষ্ট নয়। তবে নিরস্ত্র সেনাদের বর্বরভাবে হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে রাশিয়ার গোয়েন্দা বিভাগ।

এটিএম/

Exit mobile version