Site icon Jamuna Television

বিশ্বকাপ মিশনের আগে ধাক্কা খেলো বেলজিয়াম

বিশ্বকাপ মিশন শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে বেলজিয়াম। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মিসরের কাছে ২-১ গোলে হেরেছে তারা। মোস্তফা মোহামেদ ও ত্রেজেগের গোলে জয় নিশ্চিত করে বিশ্বকাপ বাছাইপর্ব উতরাতে না পারা দলটি।

বলের নিয়ন্ত্রণ রেখে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে খেলতে থাকে বেলজিয়াম। তবে প্রতিপক্ষকে পাল্টা চাপে ফেলতে খুব বেশি সময় নেয়নি মিসর। খেলার ৩৩ মিনিটে দৃষ্টিকটুভাবে বলের নিয়ন্ত্রণ হারান কেভিন ডি ব্রুইনা। সেই সুযোগে অন্যতম সেরা এই মিডফিল্ডারকে কাটিয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো শটে বল জালে জড়ান মোস্তফা মোহামেদ। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মিসর।

দ্বিতীয়ার্ধ্বের শুরুতেই আবারও গোল হজম করে বসে বেলজিয়াম। মোহাম্মদ সালাহর অ্যাসিস্ট থেকে স্কোরলাইন ২-০ করেন ত্রেজেগে। আর ৭৬ মিনিটে বদলি লুইস ওপেন্দার গোলে হারের ব্যবধান কমায় ফিফা র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর দলটি।

/এমএন

Exit mobile version