Site icon Jamuna Television

দাম বৃদ্ধির পর ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক, কাটেনি চিনির সংকট

ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক হতে শুরু হয়েছে। তবে চিনির সংকট কাটেনি। দোকানিরা জানিয়েছেন, ডিলারদের প্রতিনিধিরা ক্রয় আদেশ নিতে আসছে না।

এদিকে, গত বৃহস্পতিবার চিনি ও ভোজ্যতেলের দাম বাড়ানো হয়। বোতলজাত সয়াবিনের লিটারপ্রতি দাম ১৯০, খোলা তেল ১৭২ আর পাম তেল ১২১ টাকা। আর প্রতি কেজি খোলা চিনি ১০২ এবং প্যাকেটজাত ১০৮ টাকা নির্ধারণ করা হয়।

দাম বৃদ্ধির খবরে গতকাল শুক্রবার থেকে বাজারে দেখা মিলছে নতুন দরের বোতলজত সয়াবিন তেলের। পাম তেলের যোগানও বেশ ভালো।
চিনির সরবরাহ পরিস্থিতি নিয়ে দোকানদারা বলছেন, ভোজ্যতেলের সরবরাহ বাড়লেও চিনির ডিলাররা গড়িমসি করছেন।

/এমএন

Exit mobile version