Site icon Jamuna Television

ইসি সরকারের দাস হিসেবে কাজ করছে: মান্না

নির্বাচন কমিশন সরকারের দাস হিসেবে কাজ করছে, এমন মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

বলেন, সরকার যেভাবে বলে দিচ্ছে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যরা সেভাবেই কাজ করছেন। সরকার সব আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে বলেও মন্তব্য করেন, মান্না।

মান্না বলেন, যেখানে মানুষের জীবনেরই কোনো মূল্য নেই, তাদের কাছ থেকে ভালো কোনো কিছুই আশা করা যায় না।

মতবিনিময় সভায় গণসংহতির আহবায়ক জোনায়েদ সাকি অভিযোগ করেন, সরকার একনায়কতন্ত্র টিকিয়ে রাখতে নির্বাচন কমিশনকে আদেশ দিয়ে নতুন দলের নিবন্ধন বন্ধ করেছে।

যমুনা অনলাইন: এটি

Exit mobile version