Site icon Jamuna Television

কাশ্মিরে তুষার ধসে নিহত ৩ ভারতীয় সেনা সদস্য

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে তুষার ধসে তিন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তবে নিহত সেনা সদস্যদের পরিচয় প্রকাশ করা হয়নি। খবর আনন্দবাজার পত্রিকার।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় রাত আড়াইটার দিকে নিয়ন্ত্রণরেখার কাছে কুপওয়ারার মাছিল এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করে সেনাবাহিনী।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, নিহত ওই তিন সেনা সদস্য ছিলেন ৫৬ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের সদস্য। রাতে তারা ওই অঞ্চলে পাহারায় ছিলেন। এ সময় হঠাৎ তুষার ধসের ঘটনা ঘটায় পালাতে পারেননি তারা।

পরে শুক্রবার সকালে তাদের উদ্ধারে অভিযান চালানো হয়। এ সময় দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। একজন তখনও জীবিত ছিলেন। তবে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তারও। এ ঘটনায় শোক প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনী।

এসজেড/

Exit mobile version