Site icon Jamuna Television

৫৩তম সমাবর্তন ঘিরে উৎসব মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়

ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ৫৩তম সমাবর্তন অনুষ্ঠান। ৩০ হাজার ৩৪৮ জন গ্র্যাজুয়েট ও গবেষক অংশগ্রহণে মুখর হয়ে আছে ঢাবির ক্যাম্পাস।

রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদের সভাপতিত্বে ঢাবি শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এবং অধিভুক্ত কলেজ শিক্ষার্থীদের জন্য ঢাকা কলেজ ও ইডেন কলেজ এই তিনটি ভিন্ন ভেন্যুতে সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে ১৩১ জন কৃতি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩টি স্বর্ণপদক, ৯৭ জনকে পিএইচডি, ২ জনকে ডিবিএ এবং ৩৫ জনকে এমফিল ডিগ্রি দেয়া হবে।

বক্তা হিসেবে থাকবেন নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ প্রফেসর ড. জঁ তিরোল। সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি হিসেবে তাঁকে “ডক্টর অফ ল” প্রদান করা হবে।

এসজেড/

Exit mobile version