Site icon Jamuna Television

নিজেকে জীবিত প্রমাণ করতে আদালতে গিয়েই মৃত্যু বৃদ্ধের

ভারতের সরকারি খাতায় এতোদিন মৃতই ছিলেন বৃদ্ধ। দীর্ঘ ছয় বছর ধরে নিজেকে জীবিত প্রমাণ করার জন্য লড়াই করেছেন তিনি। অবশেষে আদালতে নিজের জীবিত থাকার চূড়ান্ত প্রমাণ দিতে গিয়ে কাঠগড়াতেই মৃত্যু হলো ৭০ বছর বয়সী খেলোই নামের এক বৃদ্ধ। খবর আনন্দবাজার পত্রিকার।

সম্প্রতি এ ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সন্ত কবীর নগরে। জানা গেছে, ২০১৬ সালে খেলোইয়ের ভাই ফেরই মারা যান। তবে ভাইয়ের পরিবর্তে মৃত ঘোষণা করা হয় খেলোইকে। এরপর ঘুষ নিয়ে সমস্ত জমিজমা মৃত ভাইয়ের স্ত্রী ও সন্তানদের নামে নথিভুক্ত করে দেয় সরকারি অফিসগুলো। বিষয়টি জানতে পেরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কাছে বিগত ৬ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণ করতে দৌঁড়ঝাপ করে আসছিলেন খেলোই, লাভ হয় না তাতে।

শেষে আদালতে মামলা করেন বৃদ্ধ। সেই মামলার শুনানিতে হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন তিনি। তবে কাঠগড়ায় দাঁড়িয়ে শেষ মুহূর্তে কিছুই বলতে পারেননি বৃদ্ধ। সেখানেই মৃত্যু হয় তার।

এসজেড/

Exit mobile version