Site icon Jamuna Television

ম্যাগুইরের গোলে এগিয়ে ইংল্যান্ড

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুইডেনের বিপক্ষে লড়ছে ইংল্যান্ড। শুরু থেকেই সুইডেনের জমাট রক্ষণ ভাঙার চেষ্টা করতে থাকা ইংল্যান্ড গোলের দেখা পায় ম্যাচের ৩০-তম মিনিটে। কর্নার থেকে দারুণ হেডে ব্রিটিশদের এগিয়ে দেন হ্যারি ম্যাগুইরে।

ইংল্যান্ড একাদশ : জর্ডান পিকফোর্ড (গোলরক্ষক), কাইল ওয়াকার, জন স্টোনস, হ্যারি ম্যাগুইরে, কেইরান ট্রিপার, অ্যাশলে ইয়াং, হেসে লিনগার্ড, জর্দান হেন্ডারসন, ডেলে আলি, হ্যারি কেইন (অধিনায়ক), রাহিম স্টার্লিং।

সুইডেন একাদশ : রবিন ওলসেন (গোলরক্ষক), ভিক্টর নিলসন লিন্ডেলফ, আন্দ্রেস গ্রাঙ্কভিস্ট (অধিনায়ক), লুইডউইগ অগাস্টিনসন, এমিল ক্রাফথ, সেবাস্তিয়ান লারসন, আলবিন একদাল, এমিল ফরসবার্গ, ভিক্টর ক্লায়েসন, মার্কাস বার্গ, ওলা তোইভোনেন।

যমুনা অনলাইন: এটি

Exit mobile version